হামিদুর রহমান, শেরপুর জেলা, শেরপুর: শেরপুর জেলার নকলা উপজেলায় অবৈধভাবে নকল প্রসাধনী তৈরির অভিযোগ এবং বৈধ কাগজপত্র না থাকায় এক প্রতিষ্ঠানকে সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
১৮ মে রোববার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত উপজেলার গড়েরগাঁও পিছলাকুড়িতে ‘পলিন কসমেটিকস অ্যান্ড হারবাল প্রোডাক্ট’ নামে প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।
জানা গেছে, নকলা উপজেলায় আনোয়ার হোসেন পলিন নামে এক ব্যক্তির মালিকানায় ‘পলিন কসমেটিকস অ্যান্ড হারবাল প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্র্যান্ডের নকল ২৭টি প্রসাধনী তৈরি হয়ে আসছিল।
পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদে সেই প্রতিষ্ঠানে অভিযান চালায় নকলা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় প্রসাধনী তৈরির বৈধ অনুমোদন বা মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকা এবং নকল ব্র্যান্ডের প্রসাধনী উৎপাদন করায় ‘পলিন কসমেটিকস অ্যান্ড হারবাল প্রোডাক্ট’ প্রতিষ্ঠানটি সিলগালা করে উপজেলা প্রশাসন। পাশাপাশি বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়।
এব্যাপারে সহকারী কমিশনার শেখ তাকী তাজওয়ার জানান, দীর্ঘদিন থেকে এখানে নকল প্রসাধনী তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে।



										
										
										
										
										
										
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									