
ঢাকার ধামরাইয়ে দীর্ঘদিন প্রবাসে থেকে কষ্টার্জিত অর্থ নিয়ে দেশে ফিরে স্বপ্ন দেখেছিলেন সুখের সংসারের। কিন্তু সেই স্বপ্ন এক বছরের মধ্যেই চুরমার হয়ে যায়। স্বামী মোঃ জয়নাল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী নাজমা আক্তার।
সংবাদ সম্মেলনে নাজমা আক্তার জানান, প্রবাসে কাজ করে জমানো ১৩ লক্ষ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার তাঁর স্বামী ফ্ল্যাট কেনার কথা বলে হাতিয়ে নেন। এরপর হঠাৎ করে তালাক দিয়ে পালিয়ে যান জয়নাল আবেদীন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। নাজমা আক্তার প্রশাসনের কাছে জয়নালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
////
বার্তা প্রেরক
নাম সাইফুল ইসলাম ধামরাই ঢাকা
মোবাইল নাম্বার ০১৭১৪৫২৪৬৩৩
তারিখ ২৪/০৭/২৫