বর্ডার পাড়ি দেয়া হলো না- মরার কোকিলার!                    
                    
                        
							মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং গায়িকা মমতাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার রাতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ডিবি’র মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার বাসস’কে জানিয়েছেন, তারা আজ রাত সাড়ে ১১ টার দিকে মমতাজ বেগমকে গ্রেফতার করেছেন।
- জুলাইয়ের অভ্যূত্থানের একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।
 
 আপনার মতামত লিখুন :
								   
			
	
	Leave a Reply
                            More News Of This Category                        
                        


										
										
										
										
										
										
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									