
লিমন হায়দারঃ
১৭ই মে(শনিবার)রাত্রি অনুমান দেড়টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সামনে মালবাহী ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি মোটর বাইক।এ সময় ঘটনাস্থলেই মোটর বাইকের চালক নিহত হন।গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানিয়েছেন।
নিহতরা হলেন,রাজধানী হোটেলের কর্মচারী তোজাম্মেল হক,পিতা-মৃতঃনজমুল হক,গ্রাম-কুর্শাখালি,উপজেলা বিরামপুর।অপরজন ঢাকা মোড়ের মজনু হোটেলের কর্মচারী সোহাগ,গ্রাম-পূর্ব রামচন্দ্রপুর,উপজেলা ফুলবাড়ী,উভয়ের জেলা দিনাজপুর।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(তদন্ত)আব্দুল্লাহ আল মামুন জানান,দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্পটেই একজনের লাশ উদ্ধার করি।এরপর গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারো মৃত্যু হয়।পরিচয় সনাক্ত না হওয়ায় রাতে লাশ দুটি থানা হেফাজতেই ছিল।পরিচয় শনাক্ত হবার পর সকালে স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।