
লিমন হায়দারঃ
পার্বতীপুরে রেলওয়ের ডিজেল ভর্তি ট্যাংলোরির ৪টি ওয়াগান পার্বতীপুর ওয়েল হেড ডিপোর পাশেই লাইনচ্যুত।ঘটনাটি ঘটেছে ২৩ জুলাই(বুধবার) সকাল নয়টার দিকে।
কর্তৃপক্ষ বলছেন,পার্বতীপুর ওয়েল হেড ডিপোর সঙ্গে কানেক্টেড এই স্পেশালি রেললাইটি মেরামত করবার কথা ছিল ঠিকাদারদের।সময় মত কাজটি না করায় রেল লাইনটি ঝুঁকির মধ্যে ছিল।এরই মধ্যে ঘটলো দুর্ঘটনা।ডিজেল ভর্তি এই টেংলোরিটি পার্বতপুর হেড ওয়েল ডিপোতে ডিজেল আনলোড করে আবার খুলনায় ফিরে যেত আজকে।
রিপোর্ট লেখা পর্যন্ত দুটি ওয়াগান উদ্ধারের কথা জানিয়েছে উদ্ধারকারী দল।বাকি দুটি ওয়াগাণ উদ্ধার করতে রাত্রি দশটা বাজতে পারে বলে জানিয়েছেন তারা।এই দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।