
মোহাম্মদ জহিরুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ তারিখ সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটের সময় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গলাচিপা পৌর চত্বর থেকে শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর চত্বরে এসেছে শেষ হয়। বর্তমানে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুবদলের তিনজন সহ মোট চার জনকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আরো বলেন, বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এ সব হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করে যাচ্ছে। এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান। বিভিন্ন হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। গলাচিপা উপজেলা ও পৌর যুবদলের কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি সফলভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ।