
টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিআইজি মো. রফিকুল ইসলাম।
২৯ আগষ্ট (শুক্রবার) সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি’ নেতাকর্মী ও স্থানীয়দের নিয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সাবেক ডিআইজি রফিকুল। এসময় সাবেক ডিআইজি মো. রফিকুল ইসলাম বলেন, এখন দেশ গড়ার সময় এসেছে, আগামী ফেব্রুয়ারী মাসে একটি সুন্দর, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা কর্মসূচির মাধ্যমে ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এ নির্বাচনে আমারা জয়ী হবো ইনশাআল্লাহ।
একটি সুন্দর সুখী বাংলাদেশ গঠনের পাশাপাশি সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেলদুয়ার ও নাগরপুর গড়ার লক্ষ্য আমাদের এগিয়ে যেতে হবে।
সকালে এলাসিন খেয়া ঘাট, এলাসিন বাজার থেকে শুরু করে নাল্লা পাড়া বাজার, ভুরভুরিয়া বাজার, আটিয়া বাজার, আটিয়া মাজার হয়ে আতিয়া জামে মসজিদে জুম্মা’র নামাজ আদায়ের পর ছিলিমপুর বাজার, পাথরাইল হয়ে দেউলি বাজারে গিয়ে এক পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিপলুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।