
লিমন হায়দারঃ
দেড় বছর মেয়াদী প্রকল্পটি শুরু হয় ১৬-৭-১৮ সালে।শেষ হবার কথা ছিল ২০২০ সালের জানুয়ারীতে।দ্বিতীয় মেয়াদের সময় বৃদ্ধি করা হয় ২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।তৃতীয় মেয়াদে এসে সময় বৃদ্ধি করা হয় ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।২ কিলোমিটারের কাজটির প্রাক্কলিত মূল্য ১ কোটি ৬৪ লক্ষ টাকা নির্ধারণ করা হয়।
চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৫৫ লক্ষ টাকা।
এরই মধ্যে কেটে গেছে ৭ বছর।প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে ৩ বার।অথচ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কবে নাগাদ শেষ হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মোস্তফাপুর ইউপি’র ফরিদপুরের এই কাজটি।
বিষয়টি নিয়ে পার্বতীপুর এলজিডি’র সহকারী প্রকৌশলী জানান,কাজটি ঈদের পরে শুরু করবার কথা থাকলেও ঠিকাদার এখনো কাজ শুরু করেননি।আমরা কাজটি সমাপ্ত করতে ঠিকাদারকে বারবার তাগাদা দিচ্ছি।
ঈদুল আযহার পূর্বে কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্ণধার মুরাদ হোসেনের সাথে,তখন তিনি জানিয়েছিলেন ঈদের পরই কাজটি শুরু করা হবে।সর্বশেষ খবর অনুযায়ী এখনো কাজটি শুরুই করা হয়নি।
এ রাস্তা দিয়ে চলাচলরত মানুষরা জানালেন,কাজটি দীর্ঘ সময়ে শেষ না হওয়ার কারণে আমাদের ভোগান্তিও বেড়েছে।পাশাপাশি দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় রাস্তায় বিছানো খোয়াগুলি নষ্ট হয়ে যাচ্ছে।