
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বিশ্বাস পাঢ়া এলাকায় ১২ বছরের কিশোরকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। কালিয়াকৈর পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ধর্শনকারী ব্যক্তি হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া বাউলা বাজার এলাকার শাজাহান মিয়ার ছেলে নাঈম (২০)। সে স্থানীয় ইস্টারলিং কারখানায় কাজ করে অন্তঃসত্তায় স্ত্রীকে সাথে নিয়ে বিশ্বাস পাড়া এলাকার মিন্টুর বাসায় ভাড়া থেকে জীবিকা নির্বাহ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩শে আগস্ট শনিবার ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত নাঈম। তার সঙ্গী শামীম এবং সাব্বির ওই ধর্ষণের ঘটনা নগ্ন ভিডিও ধারণ করে ভুক্তভোগী কিশোরীর পরিবারের নিকট মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করে । এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় পূর্বের ন্যায় ধর্ষণ করতে গেলে কিশোরীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ধর্শনকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সেলিম হোসেন, বলেন ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।