
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ই জুলাই)বিকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। মৌন মিছিল কে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৌচাক ইউনিয় পরিষদের নিকটে এসে মিলিত হয়। কালিয়াকৈর পৌর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
সাইজুদ্দিন আহমেদের সঞ্চালনায় । বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি’র শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, এবং এডভোকেট কামরুজ্জামান সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও প্রমুখ।