
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ড পলানপাড়ার আঞ্চলিক সড়কের বেহাল দশা। অল্প বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা যার কারণে কেন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে হষ। সরোজমিন ঘুরে দেখা যায়, এই রাস্তাটি যদিও আঞ্চলিক সড়ক কিন্তু গুরুত্বপূর্ণ সড়কে পরিণত হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওয়ালটন কোম্পানির গেট হতে সিপি বাংলাদেশ সামনে দিয়ে এই রাস্তাটি বের হয়েছে এ রাস্তা দিয়ে প্রতিদিন অজস্র পরিমাণ যানবাহন চলাচল করে রিক্সা ,ভ্যান, প্রাইভেটকার ,সহ ওয়ালটন ফ্যাক্টরির বেশিরভাগ গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তাটি এখন ব্যাপক যান চলাচলে পরিণত হয়েছে ।তবে বাধা সৃষ্টি হয়েছে খানাখন্দ, অল্প বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী, মসজিদের মুসল্লিদের সহ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা ,আনোয়ার জানান এ রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করে। থানাখোনদের কারণে ছোটখাটো দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে এর জন্য কালিয়াকৈর পৌর প্রশাসনের নিকট রাস্তাটি দ্রুত নির্মাণের জন্য জোর দাবি করছি।
এ ব্যাপারে কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন, রাস্তাটি টেন্ডার দেওয়া খানাখন্দের বিষয়টা জানার পর রাস্তায় ইটের আদলা দেওয়া হয়েছে। বৃষ্টির পরিবেশটা নিয়ন্ত্রণ হলে দ্রুত কার্পেটিং করে দেয়া হবে।