
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে এক ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যু হয়েছে। (৪ আগস্ট) সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভাস্থ ছোট লতিফপুর এলাকায় মশিউরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন কাশিমপুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে শাহজাহান মিয়া (৪৬)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে ,শাহজাহান হোসেন স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন আগে কাশিমপুর থেকে কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় আসেন। পরে মশিউরের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তিনি উপজেলার স্থানীয় একটি কারখানায় (প্রকৌশলী) ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন।
জানা গেছে, স্ত্রী সেলভিয়া পরকীয়ায় আসক্ত ছিল। স্ত্রীর পরকীয়ার বিষয়ে জানতে পারে তার স্বামী। এ বিষয়ে রোববার রাতেও দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুজনেই ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তার স্বামী বিছানায় নেই। পরে তিনি পাশের কক্ষে গিয়ে দেখেন তার স্বামী সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছেন। এরপর কান্নাকাটি শুরু করেন সেলভিয়া। তার কান্নাকাটিতে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এসআই) জামিল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে।