
সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক দখল করে বাজার, যানবাহন ও অটোরিকশা রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর এর নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়কের পাশে অবৈধ কাঁচা বাজার বসানো ও যানজট সৃষ্টি করার অভিযোগে বেশ কয়েকজনকে বিশ হাজারেরও বেশী নগদ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে নতুন করে মহাসড়কে কেউ যানজট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয়রা জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা কাঁচা বাজারের কারণে প্রতিদিন ভোর রাত থেকে মহাসড়ক দখল রাখে ভাসমান সবজির বাজার, যানবাহন ও অটোরিকশা রাখার কারণে তীব্র যানজট লেগেই থাকে। যার ফলে সড়ক ব্যবহারকারীরা চরম দুর্ভোগে পড়েন।