শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫
বিজ্ঞপ্তি
কালো টাকা সাদা করার বিধানটি বাদ যাওয়া উচিত ছিল
/ ১৯১ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৬:১২ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার:

কালো টাকা সাদা করার বিধানকে অশোভন ও অপ্রত্যাশিত উল্লেখ করে নবনিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, গত বাজেটে এটি যখন উত্থাপন হয় তখন এর বিরোধিতা করেছি। একপর্যায়ে মনে হয়েছিল ওটা বাদ যাবে। কিন্তু বাদ যায়নি। বাদ যাওয়া উচিত ছিল। কালোটাকার বিষয়টি তার ব্যক্তিগত মতামত জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা নিয়ে আমরা আলাপ করবো। এখন এই পর্যায়ে এসে যদি উপদেষ্টা (অর্থ উপদেষ্টা) সিদ্ধান্ত নেয়… কিন্তু সেটা আমি এখনই বলতে পারছি না।

রোববার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মতামত তুলে ধরেন। এসময় এনবিআরের শুল্ক, আয়কর ও ভ্যাট অনুবিভাগের সদস্যসহ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালো টাকা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো- এটা অত্যন্ত অশোভন কাজ। টোটালি আনএক্সসেপ্টেবল। কালো টাকা সাদা করার মাধ্যমে দুটো জিনিস স্বীকার করে নেওয়া হয়। দুর্নীতি হচ্ছে এটাকে মেনে নিচ্ছি, এছাড়া সৎ করদাতাদের অনুসৎসাহিত করছি। একজন সৎ করদাতা রেগুলার রেটে ২৫ পার্সেন্ট কর দিচ্ছেন। আরেকজন কর না দিয়ে অবৈধ পন্থায় টাকা উপার্জন করে টাকাটা নিজের কাছে রেখে দিলেন। এখন কম টাকা দিয়ে সেটা দেখাবেন। এটা ব্যক্তিগতভাবে বিরোধিতা করি। গতবার যখন এটা হয় আমি আমার তরফ থেকে বিভিন্ন জায়গায় আমাদের তৎকালীন চেয়ারম্যানকে বলেছি। প্রধানমন্ত্রীর অফিসে বলেছি। একপর্যায়ে মনে হয়েছিল ওটা বাদ যাবে।’

তিনি বলেন, পদোন্নতি বঞ্চিতদের শিগগির মূল্যায়ন করা হবে। আর প্রতিষ্ঠানের নিয়মনীতি না মেনে চললে তাকে এনবিআর ছাড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন। নিজ প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর ফাঁকিরোধ ও অর্থপাচাররোধে এনবিআর কঠোর অবস্থান নেবে।

আবদুর রহমান খান বলেন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার কখনোই তেলাপোকার মতো আমার বাঁচার ইচ্ছা নাই। আমি যে কয়দিন টিকি ডায়নোসরের মতো টিকবো, আর নাইলে টিকবো না। আমি আপনাদের এই ম্যাসেজটুকুই দিলাম।

এনবিআরকে আগাগোড়া অটোমেশন করা হবে জানিয়ে নবনিযুক্ত এই চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণ ব্যবস্থা শতভাগ অটোমেশন করা হবে। এ জন্য যত টাকা দরকার তা দিতে রাজি আছে অর্থ মন্ত্রণালয়। দাতাসংস্থাগুলোও এই খাতে অর্থায়ন করতে প্রস্তুত। আমাদের টার্গেট থাকতে হবে এই অটোমেশন হবে কম্প্রিহেনসিভ (ব্যাপকভাবে) এবং কার্যকর এবং টেকসই হতে হবে। যাতে এটা হাজার বছর ধরে এনবিআর ব্যবহার করতে পারে এবং আর যেন কেউ পরিবর্তন করতে না পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page