বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন মাইলস্টোন হবে ‘ইনস্যুরটেক:পরিকল্পনা মন্ত্রী
/ ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন,গত ১৫ বছরের দৃশ্যমান উত্থান ঘটেছে। সার্বিক ভাবে জোয়ার এসেছে। এই জোয়ারে তথ্যপ্রযুক্তির নতুন নতুন উদ্যোগ ফিনটেকের পর ইনশিওর টেক দারুণ ভূমিকা পালন করবে । সরকার অনেক উদার। তাই আজ ৩ ঘণ্টায় ১৯টি প্রকল্প পাশ করেছে একনেক।

মঙ্গলবার, রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘ইনস্যুরটেক – স্মার্ট বাংলাদেশ গঠনে একটি নতুন মাইলস্টোন” শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের ওপর বন্ধুত্ব, বিশ্বাস, আস্থা রেখে দেশের মূল্যস্ফিতির ইতিবাচক দিক তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। ‘দেশে ধীরে ধীরে মূল্যস্ফিতি হয়েছে‘ উল্লেখ করে ‘এই চাপ ধীরে ধীরে নামবে“ উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। রেমিটেন্সে ভালো হাওয়া এসেছে। ইন্সিওরেন্স, গার্মেন্ট, কৃষিসহ সব খাতেই দেশে উর্ধবমুখী চাপ আছে। প্রবৃদ্ধির মাত্র ৭ এ উন্নীত করতে পারবো।

দেশে প্রিমিয়াম ও জিডিপির অনুপাত মাত্র দশমিক ৪ শতাংশ। প্রত্যাশিত ঝুঁকি জিডিপির ৭ গুণ এবং দুর্যোগ ঝুঁকি ৮ শতাংশের বেশি হওয়ার পরও ঐতিহাসিক ভাবে বীমা স্বাক্ষরতায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশের মাত্র এক কোটি মানুষ এখন বীমার আওতায় রয়েছেন। সময়মতো বীমা দাবি না পাওয়ার সক্রমিত হওয়ায় এই খাতে আস্থা হারিয়েছে মানুষ। তবে প্রযুক্তির ব্যবহারে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা)- এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। তিনি জানিয়েছেন, বীমাকে সার্বজনীনন করতে বীমা খাতকে অটোমেশনের পাশাপাশি একটি ইকো সিস্টেম গড়ে তুলতে বেসিস এর পাশাপাশি ব্যাংক খাতকেও যুক্ত কার হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ও ফারজানা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বেসিস স্ট্যান্ডিং কমিটি ওন ফিনটেক এন্ড ডিজিটাল পেমেন্টস- এর কো-চেয়ারম্যান এবং আদর্শ প্রাণিসেবার ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক। উপস্থাপনায় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ইনশিওরটেক, তথা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবার জন্য লাগসই (দ্রুত এবং কার্যকরী) বীমা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বা ইন্টারনেট অফ থিংস প্রয়োগের মাধ্যমে নির্ভরযোগ্য বীমা সেবা প্রদানে অগ্রনি ভূমিকা রাখতে পারবে।

এরই পরিপেক্ষিতে বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমা খাতে প্রযুক্তি নির্ভরতা বাড়াতে সম্প্রতি “ইনস্যুরটেক নিয়ামক স্যান্ডবক্স নির্দেশিকা” প্রকাশ করে। যার মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে বীমা কোম্পানীগুলো সর্বস্তরে মানুষের কাছে বীমা সেবা পৌঁছতে সক্ষম হবে। সভাপতির বক্তব্যে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, দেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত আইসিটি‘র গুরুত্ব রয়েছে। স্মার্ট বাংলাদেশ হতে হলে সব ক্ষেত্রেই স্মার্ট হতে হবে। এক্ষেত্রে আইসিটি নিউক্লিয়ারের ভূমিকা পালন করবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page