
মীর ইমরান – মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আনন্দ ভ্রমণটি হয়ে উঠেছিল স্মরণীয় ও বর্ণাঢ্য। পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে কিছুটা নির্ভার সময় কাটানো এবং প্রকৃতির সান্নিধ্যে যাওয়া ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য
বৃহস্পতিবার (১৮ সেক্টম্বর ) সন্ধ্যায় মাদারীপুর থেকে উৎসবমুখর পরিবেশে মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা রওনা হন ভ্রমণ গন্তব্যের পথে। গাড়ির ভেতর ভেসে আসছিল আড্ডা, হাসি আর গানের সুর। একে অপরের সঙ্গে গল্পে-আড্ডায় ভ্রমণের পথ হয়ে উঠেছিল প্রাণবন্ত।
সিলেটের পবিত্র দরগাহ পরিদর্শন ভ্রমণের প্রথম গন্তব্য ছিল সিলেটের হজরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.) দরগাহ।
শ্রদ্ধাভরে মোনাজাত করেন মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা। ভ্রমণসঙ্গীদের অনেকের জন্য এটি ছিল জীবনের প্রথম দরগাহ দর্শন, তাই মুহূর্তটি হয়ে ওঠে আরও আবেগঘন।
জাফলং-এর অনিন্দ্য সৌন্দর্য দরগাহ থেকে বেরিয়ে যাত্রা শুরু হয় জাফলং-এর পথে। পিয়াইন নদীর স্বচ্ছ জল, পাহাড়ের সারি আর ভারত সীমান্তঘেঁষা জাফলং-এর অপরূপ দৃশ্য সবাইকে মুগ্ধ করে। কেউ ছবি তুললেন, কেউ আবার নৌকাভ্রমণে মগ্ন হলেন। সবার মুখে একটাই কথা “এ যেন ছবির মতো প্রকৃতি!” মালনীছড়া চা-বাগান ও মাধবকুণ্ড জলপ্রপাত পরে যাওয়া হয় ।মালনীছড়া চা-বাগানে। সবুজের সমারোহে ঘেরা বাগান সাংবাদিকদের মন ভরিয়ে দেয়। এরপর যাত্রা থামে মাধবকুণ্ড জলপ্রপাতে। উঁচু থেকে ঝরে পড়া পানির গর্জন, প্রকৃতির শান্ত সৌন্দর্যের সঙ্গে মিশে তৈরি করে এক অপার্থিব অনুভূতি।
সাংবাদিকদের দৈনন্দিন কাজ যেমন কঠিন, তেমনি চাপপূর্ণ। তাই এই আনন্দ ভ্রমণ তাদের জন্য নিয়ে আসে এক বিরল প্রশান্তি। একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়, তৈরি হয় সৌহার্দ্যের পরিবেশ।
মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলেন মোঃ সাব্বির হোসেন আজিজ বলেন “সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি এক ধরনের দায়বদ্ধতা। মাঝে মাঝে এ ধরনের ভ্রমণ আমাদের নতুন উদ্যম যোগায়।
মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের আনন্দ ভ্রমণ উপলক্ষে উক্ত সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মফিজুল ইসলাম ইমরান ( মীর ইমরান)বলেন“সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও দায়িত্বপূর্ণ পেশা। প্রতিদিনের ব্যস্ততা ও মানসিক চাপ থেকে বেরিয়ে এসে এ ধরনের আনন্দ ভ্রমণ আমাদের জন্য প্রশান্তি আনে। এটি কেবল ভ্রমণ নয়, বরং সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির এক অনন্য সুযোগ। আমরা বিশ্বাস করি, ভ্রমণ থেকে পাওয়া ইতিবাচক শক্তি ভবিষ্যতে আমাদের কাজকে আরও প্রাণবন্ত করে তুলবে। তিনি আরও বলেন যে, মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃহৎ পরিসরে আনন্দ ভ্রমণের আয়োজন করা হবে।
“পুরো দুই দিনজুড়ে হাসি, আনন্দ, প্রকৃতির সৌন্দর্য আর ভ্রাতৃত্ববোধ ভ্রমণকে দিয়েছে অনন্য মাত্রা। প্রত্যেক অংশগ্রহণকারীই মনে করেন এ ভ্রমণ শুধু আনন্দই নয়, বরং ভবিষ্যতের কাজের জন্য এক নতুন প্রেরণার উৎস।