পটুয়াখালী প্রতিনিধি।
২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর যৌথবাহিনির বর্বরোচিত হামলার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গজালিয়া ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের উদ্যোগে বৃহস্পতি বার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন গলাচিপা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, গজালিয়া গণ অধিকার পরিষদের গজালিয়া ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন,
ঢাকা উত্তর মহানগরের যুব অধিকারের যুগ্ম আহবায়ক মো. ফারুক খান প্রমুখ।



										
										
										
										
										
										
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									