বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা অসহায় ও গরিব দুস্থ মানুষদের আশ্রয়স্থল :ভিপি নুরুল হক নূর। বুটেক্সে টেকসই উন্নয়নে পাটের ভূমিকা বিষয়ক সেমিনার বুটেক্স একাত্তরে নতুন নেতৃত্ব: ইমন সভাপতি, সপ্তক সাধারণ সম্পাদক” বুটেক্স ক্যারিয়ার ক্লাবের নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জিয়ান, আর সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন পাবেল  ন্যায়সঙ্গত দাবিতে লাঠিচার্জের প্রতিবাদে জয়পাড়া কলেজের শিক্ষকদের ক্লাস বর্জন বুটেক্স সাহিত্য সংসদের আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী লোকজ উৎসব “অরণ্যের সুর অধিভুক্ত টেক্সটাইল কলেজের সংকট সমাধানে ধীর গতিতে বুটেক্স”
বিজ্ঞপ্তি
পার্বতীপুরে লটারি ও জুয়া বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
/ ৫০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

লিমন হায়দারঃ

পার্বতীপুর ও বদরগঞ্জের মধ্যবর্তী খোলা হাটিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার ব্যানারে লটারি ও জুয়া বন্ধের দাবিতে পার্বতীপুরে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

২২ আগস্ট(শুক্রবার)বাদ জুমা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক সংগঠন রক্ত যোদ্ধার প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী নেতা ইরফান আহমেদের সঞ্চালনায় পার্বতীপুরের সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,সেনাবাহিনীর দোহাই দিয়ে একটি মহল এই অঞ্চলের সাধারণ মানুষের টাকা লুটে নিতে চায়।এটা আমরা হতে দেব না,হতে দিতে পারি না।স্থানীয় প্রশাসন কখনোই এ ধরনের আইন বিরোধী কাজের অনুমতি দেয় নি-দেবেনা।নিষিদ্ধ লটারি ও জুয়ার বিরুদ্ধে অবস্থান নেয়ায় ইউএনও,থানা পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপস্থিত বক্তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইমামদের পক্ষে ইসলামপুর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই,মাওলানা আব্দুর রাজ্জাক,সাংবাদিকদের পক্ষে ভোরের কাগজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল,নিরাপদ সড়ক চাই এর সভাপতি ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি লিমন হায়দার,শিক্ষকদের পক্ষে তাসকির হোসাইন,যুবদল নেতা মোস্তাফিজুর রহমান ফিজার,বদরগঞ্জের অতিথি আব্দুল আজিজ,ওষুধ ব্যবসায়ী খন্দকার আশরাফুল ইসলাম ও রক্ত যোদ্ধা নয়ন ইসলাম।

সমাবেশ থেকে অনুষ্ঠানের আয়োজক সমাজসেবক ইরফান আহমেদ ঘোষণা করেন,আগামী ২৫ আগস্ট(মঙ্গলবার)এর মধ্যে উক্ত মেলা থেকে অবৈধ লটারি ও জুয়া বন্ধ করা না হলে মঙ্গলবার এর পর থেকে রক্ত দেয়া বন্ধ করা হবে।পাশাপাশি পার্বতীপুর টু খোলাহাটি লংমার্চ ঘোষণা করা হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে শহরের প্রধান-প্রধান সড়কে একটি বিক্ষোভসহ রেলি অনুষ্ঠিত হয়।

বার্তা প্রেরক,
লিমন হায়দার

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page