
তারিখঃ ০২.০৮.২০২৫ইং
পটুয়াখালী /গলাচিপায় ভাইয়ের নির্যাতনে বোনের সংবাদ সম্মেলন
জহিরুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট এলাকার তালেবনগর আশ্রয়নে কালাই সিকদার এর ছেলে মোঃ শাহজাহান সিকদার এর অত্যাচার ও হামলায় বোন জরিনা বেগম আজ এলাকা ছাড়তে বাধ্য হয়। এঘটনায় বোন আইনের কাছে বিচার চেয়ে কোন প্রতিকার না পেয়ে শুক্রবার বেলা ১১ টায় গলাচিপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন জরিনা বেগম বলেন পূর্ব শত্রæতার জের ধরে শাহজাহান সিকদার ও ছেলেরা কয়েক বার জরিনা বেগমের ছেলেকে বিভিন্ন জাগায় হামলা ও মারধর করে।
তিনি আরো জানান, যে তার বাবাকে সরকারের বরাদ্দ কৃত তালেবনগর আবাসনের ঘর থেকে বোনকে তাড়িয়ে দেবার জন্য দীর্ঘদিন যাবত পায়তারা করে আসলেও তারা যায়নি। তাই নতুন করে হামলার শিকার হয় গত বুধবার বেলা ৩ ৪ টার সময় গলাচিপা খেয়াঘাট মোটরসাইকেল স্ট্যান্ডে। এসময় জরিনা বেগম ও তার ছেলে ও স্বামী নয়ন হাওলাদারকে মারধর করে শাহজাহান সিকদার তার ছেলে রুবেল সিকদার, সোহেল সিকদার সহ আরো কয়েক জন। এতে করে জরিনা বেগমের বাহাত ভেঙে যায় এবং তার ভাই শাহজাহান সিকদার বোনের মোটরসাইকেল ও অটোরিকশা যাতে চালাতে না পারে তার ব্যবস্থা করেন। এতে করে আজ তিনদিন যাবত অনাহারে ও অর্ধাহারে জীবনযাপন করছে বলে জানান জরিনা বেগম।
তিনি আরো বলেন, এবিষয়ে নিয়ে গলাচিপা থানায় গিয়ে জানালোও কোন আইনি সহায়তা সে পায়নি। তাই তিনি গলাচিপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আসাদুর বলেন, সে থানায় এসে মামলা দিলে আমরা অবশ্যই মামলা নিবো এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। #