
লিমন হায়দারঃ
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ৫ নং ওয়ার্ডের মধ্য গৌরীপাড়ায় রায়হান চৌধুরীর বাড়ীতে ১আগস্ট(শুক্রবার)রাত ৩টায় ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ৩ ভরি স্বর্ণ,৭ভরি রুপাসহ মোবাইল ও বাড়ীর মূল্যবান আসবাপত্র চুরি করে চোর চক্রের সদস্যরা।
বাড়ীর মালিক রায়হান চৌধুরী বলেন,আমরা রাতে ঘুমিয়ে থাকলে আমার শয়ন ঘরের পাশের ঘরে চোর জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমার উল্লেখিত জিনিস পত্র চুরি করে নিয়ে যায়।যার আনুমানিক মুল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।আমার জিনিসপত্র উদ্ধারে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করি।
এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মুহিব্বুল বলন, চুরির বিষয়ে জানতে পেরে ঘটনা স্থল পরিদর্শন করি।তাদের একটি অভিযোগ গ্রহন করা হয়েছে।তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।