
লিমন হায়দারঃ
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি: ২৯৩৬)–এর আয়োজনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।৫ জুলাই(শনিবার)সকাল ১০টায় শহরের গণেশতলায় চিলিস চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা দিলাওয়ার হোসেন শাহ্। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের ঐক্য,পেশাদারিত্ব ও দায়িত্ববোধের মাধ্যমেই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম.হিরু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা শ্রম অফিসের কর্মকর্তা হুমায়ুন কবীর।এসময় তিনি সাংবাদিকদের শ্রম অধিকার,সংগঠনের আইনি কাঠামো এবং কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সাংবাদিক ইউনিয়নের এই বিশেষ সভায় জেলার ১৩ উপজেলার সদস্যরা অংশগ্রহণ করেন।তারা সকলে একমত পোষণ করেন যে, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ও কার্যকর সংগঠন গঠন জরুরি।
সভার আলোচিত এজেন্ডাসমূহ:
সংগঠনের সদস্যপদ যাচাই-বাছাই ও ভোটার তালিকা চূড়ান্তকরণ,
সংগঠনের গঠনতন্ত্র হালনাগাদ ও কাঠামোগত পুনর্বিন্যাস,ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা ও বার্ষিক কর্মপরিকল্পনা,
সাংবাদিকদের প্রশিক্ষণ,স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা প্রদান,উপজেলা পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ ও উপ-কমিটি গঠন,বার্ষিক আয়-ব্যয় প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন।
পরবর্তী কার্যনির্বাহী নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সভায় অংশগ্রহণকারী সদস্যরা তাদের মতামত ও প্রস্তাব উত্থাপন করেন।
বক্তারা বলেন,“সাংবাদিকদের জন্য একটি সক্রিয়,নির্ভরযোগ্য ও গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি করতে হলে এখনই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভা শেষে অংশগ্রহণকারী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান এবং গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে বিশেষ সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।