চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি টিম ৫ জুলাই ২০২৫ তারিখে রাত ১২টা ৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। প্রথমে বাকলিয়া থানাধীন বড় কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মো. আইয়ুব (পিতা- মৃত মো. ইলিয়াস), সাং-ঝর্ণা মার্কেট (২য় তলা), চাকতাই, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে কর্ণফুলী থানাধীন কালারপোল এলাকায় অভিযান চালিয়ে দ্বিতীয় আসামি জোহরা খাতুন (স্বামী- মো. ইলিয়াস, মাতা- মৃত লালমতি, সাং-ঝর্ণা মার্কেট, ২য় তলা, চাকতাই, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম) গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এই দুই আসামি জিআর-৪৪৯/২১ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।