
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:—-
গাজীপুরের কালিয়াকৈরে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জুলাই-আগস্টে ছাত্র-জনতা হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ডেবিল হান্ট অপারেশন পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কালিয়াকৈরের ফুলবাড়িয়া দক্ষিণ পাড়া এলাকার মৃত-শুকুর আলীর ছেলে ও ফুলবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব (৫৪), কালিয়াকৈর পৌরসভার উত্তর বক্তারপুর এলাকার ফজলুল হকের ছেলে ও পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান নাজির (৩৪), পৌরসভার পূর্ব চান্দরা এলাকার খোকন সরকারের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড তাতী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার (৩৫)।
পুলিশ সূত্র জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি তালেব, ইমরান, মান্নান মামলার পর থেকে পলাতক ছিলেন।
সোমবার (১০ই ফেব্রুয়ারি )দুপুরে আটককৃতদের গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ডেবিল হান্ট অপারেশন চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।