
সারোয়ার হোসেন সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ-১৫জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল ফরিদপুর জেলার সদরপুর উপজেলা চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বাৎসরিক ওরছ শরীফ। ওরছ শরীফ উপলক্ষে আগত দেশ-বিদেশের অসংখ্য আশেকান, জাকেরান, মুরিদান মানুষ চন্দ্রপাড়া পাক দরবার শরীফে উপস্থিত হন। ওরছ উপলক্ষে জাকেরান মুরিদানদের মধ্যে অনেকে নিয়ে আসেন গরু-ছাগল, হাঁস-মুরগি, নগদ অর্থসহ অনেকে তাদের মানত দিয়ে থাকেন। ওরছ উপলক্ষে আগত জাকেরামদের থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও পুলিশ মোতায়ন্স থাকে। ১৫ জানুয়ারি মোনাজাত শেষে জাকের গড় নিজ নিজ গন্তব্যে রওনা করেন। ১৪ জানুয়ারি রাতে বর্তমান গদ্দিনশ্বর মাওলানা শাহ সূফি সৈয়দ কামরুজ্জামান মুরিদদের মাঝে দিকনির্দেশনা মূলক বয়ান পেশ করেন, কোরআন তেলোয়াত, জিকির, মিলাদ সম্পর্কে আলোচনা করা হয়।
হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ পীর কেবলা চন্দ্রপুরী নকশাবন্দী মোজাদ্দেদী ১৯৮৪ সালের ২৮ শে মার্চ নিজ দরবারে তরফ অর্থাৎ মৃত্যুবরণ করলে তার একমাত্র পুত্র বর্তমান পীর
হরযত মাওলানা শাহ সূফী সৈয়দ কামরুজ্জামান গদিনশীর হন।
ওরস শরীফ উপলক্ষে প্রতি বছরই চন্দ্রপাড়া পাক দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে।