স্টাফ রিপোর্টার- হাবিব আহমেদ :–২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং ভাষা শহিদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর শাখার উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণেও দোয়া করা হয়।
আজ বাদ মাগরিব রাজধানীর মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী সাত মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, সমাজকর্মী ও সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদদের স্মরণে কুরআন তিলাওয়াত করা হয় এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুরের মুখ্য সংগঠক এবং সাংস্কৃতিক সেলের সদস্য মারুফ হোসেন প্রান্ত বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে গণঅধিকার রক্ষার সব সংগ্রামেই আমাদের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রেখেছে। এই দোয়া মাহফিল শুধু স্মরণ নয়, বরং আমাদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুরের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সেলের সদস্য মোঃ ফেরদৌস হোসেন সোহান বলেন, ভাষার জন্য জীবন দেওয়া বীর শহিদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হওয়া নতুন প্রজন্মের দায়িত্ব।
আহবায়ক রাব্বি বলেন, আমাদের মাতৃভাষা বাংলা এই ভাষার জন্য আমরা জীবন দিয়েছি ৫২ তে যেমন জীবন দিয়েছি ২৪ এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও আমাদের ভাইয়ের শহিদ হয়েছে তাদের অবদান আমরা ভুলবো না।
সদস্য সচিব মারুফ বলেন, শহিদেরা হলো জীবন্ত তাদের রক্ত আমাদের অনুপ্রাণিত করে, আমরা সব সময় তাদের স্মরণ করবো এবং তাদের দেখানো পথে বাংলাদেশ কে নিয়ে যাবো।
এছাড়া, গণঅভ্যুত্থানে শহিদদের আত্মদানের কথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।



										
										
										
										
										
										
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									