
আরিফুজ্জামান হিমন ফরিদপুর প্রতিনিধিঃ-প্রচন্ড শীত উপেক্ষা করে এক দল ওলামা মাসায়েক পরিচালিত সংগঠন বাংলাদেশ মানব কল্যান ফোরামের উদ্দ্যেগে গরীব অসহায় ও শীতার্ত প্রান্তিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে ফরিদপুরের নগরকান্দা এলাকায় নগরকান্দা পৌর মডেল মসজিদ মিলনায়তনে শতাধিক অসহায় পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।
এর আগে সালথা প্রায় দের শতাধিক অসহায় প্রান্তিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন সংগঠনটি।
বাংলাদেশ মানব কল্যান ফোরাম ২৭ সেপ্টেম্বর ২০২৩ সালে অনলাইনে আত্নপ্রকাশ করে স্বেচ্ছায় রক্তদান, অসুস্থ রোগীকে সহযোগীতা, বন্যার্তদের আর্থীক অনুদান সহ সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে।
জানা যায় সম্পুর্ন অরাজনৈতিক বাংলাদেশ মানব কল্যান ফোরাম সালথা নগরকান্দা গন্ডি পেরিয়ে ভবিষ্যতে দেশ ব্যাপি তাদের কার্যক্রম অব্যহত রাখবে।
সংগঠনটির কম্বল বিতরণের এই অনুষ্ঠানে মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে মুফতী মাসুউদুর রহমান ও মাওলানা সাইফুল ইসলামের দিক নির্দেশনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান
সাংগঠনিক সম্পাদক মুফতী জসিমউদদীন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মাসরুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মুফতী লুৎফর রহমান, কোষ্যাধাক্ষ মাওলানা রফিকুল ইসলাম, সহকারী কোষ্যাধাক্ষ মুফতী মাহবু্ুবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শওকত মুহসিন, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, মুফতী মাসিহুর রহমান প্রমুখ।