মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় বিএনপি’র নবনির্বাচিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত সিএমপি’র বাকলিয়া থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার কালিয়াকৈরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেফতার কালিয়াকৈরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০হাজার গাছের চারা বিতরণ কালিয়াকৈরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান কালিয়াকৈরে বিএনপির  নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান বাসায় ডেকেছিল ইয়ামাল, দা/বি প/র্ন তারকার চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন গহিরা বাজার এলাকা হতে ০২ টি বিদেশী রাইফেল ০২টি ম্যাগাজিন এবং ০৬টি তাজা কার্তুজ উদ্ধারসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। কালিয়াকৈরে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহাম্মেদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও পথসভা
বিজ্ঞপ্তি
নোয়াখালীতে ’বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন’ এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
/ ৬৭ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

 

মাহমুদ ফয়সাল, নোয়াখালী প্রতিনিধি:–নোয়াখালীতে ‘বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন’ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ই ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ‘কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লুকিয়া গ্রামের প্রায় ৮ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম ক্যাশিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. শাহদাৎ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, এওজবালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান স্বপন সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান বলেন, এদেশের মানুষ দীর্ঘ ষোল বছর খুবই জর্জরিত ছিল। অত্যাচার-নির্যাতনে মানুষ খুবই কষ্টে আছে। ৫ই আগষ্ট ‘গণঅভ্যুত্থানের’ পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের মাঝে আনন্দ-জোয়ার সৃষ্টি হয়েছে, নতুন আশা সৃষ্টি হয়েছে। কিন্তু গত কয়েক মাসের কিছু কার্যকলাপ মানুষকে আশাহত করেছে। নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কোন কাজ করা যাবে না যেটা দলের ভাবমূর্তি নষ্ট করে এবং আমাদের নেতা তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করে। যদি কেউ দলের ভাবমূর্তি নষ্ট করেন, আমাদের ভাবমূর্তি নষ্ট করেন তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, আমরা আজকে কত বড় চ্যালেঞ্জের মধ্যে আছি। আজকে একটি বিদেশী শক্তি আমাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণের ঘোষণা দিয়েছে। আমাদের হাইকমিশনের উপর আক্রমণ করেছে। আমরা এই চ্যালেঞ্জের মধ্যে নিজেরা যদি চারিত্রিক দৃঢ়তা নিয়ে, রাজনৈতিক আদর্শ ও সততা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে যেকোনো সময় আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে।

এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. আজাদ উদ্দিন, বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও আন্ডারচর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক শেখ ফরিদ ইশরাক, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন ও কোষাধ্যক্ষ আজগর হোসেন সুমন’সহ আরো অনেকে।

জানা যায়, ‘বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন’ সংগঠনটি ২০২২ সালে আত্মপ্রকাশ করে জেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা, হতদরিদ্রদের মাঝে অর্থ সহায়তা, অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা, রাজনৈতিক মিথ্যা মামলায় হয়রানির শিকার হওয়া ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান’সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page