কাজী নাফিস ফুয়াদ ডাসার ,মাদারীপুর:
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০অক্টোবর) বিকেলে ডাসার থানার চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওসি)মোঃ হাসানুজ্জামান গত ১৭ জানুয়ারি ২০২১ ইং তারিখ থানার দায়িত্ব নেয়ার পর থেকেই পাল্টে ফেলেন ডাসার থানার পরিবেশ। যোগদানের পর থেকেই তার কর্মদক্ষতা জায়গা করে নেয় সাধারণ মানুষের হৃদয়ে। থানাকে শতভাগ দালালমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে ছিলেন ।সামাজিক কর্মকান্ডে ওসি বিশেষ অবদান রাখায়,জনগনের শতভাগ প্রত্যাশা পূরণ করতে পেরেছেন।এছাড়াও ডাসার থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ ইউনিয়নে বিট পুলিশি ও ৩০০ টি মসজিদের ইমামদের নিয়ে মিটিং করে বাল্য বিবাহ,মাদক,ইভটিজিং ও কিশোর গ্যাং সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য রাখেন।

এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।তার কর্মদক্ষতায় ডাসার থনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বীকৃতি স্বরুপ তিনবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।তার সততা ও নিষ্ঠার সাথে কাজ পরিচালনা করার জন্য বিভিন্ন মহলের কাছে একজন সৎ চৌকস পুলিশ অফিসার হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন, ডাসারের মানুষের ভালবাসায় আমি সিক্ত। আমি এখানে প্রায় তিন বছর কর্মরত ছিলাম।কর্মকালীন সময়ে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে যদি কোন কষ্ট দিয়ে থাকি তবে নিজ গুনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন বলে আশা রাখি। এসময়টা আপনারা আমাকে, আমার দায়িত্ব ও কর্তব্যে পালনে যে সহযোগিতা করেছেন, তা সারাজীবন মনে থাকবে। আজ ডাসার থানা এবং আপনাদের উদ্যোগে আয়োজিত আমার বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটিও আমার সারাজীবন মনে থাকবে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ভাল রাখেন।



