
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থী তামিম হোসেন (৫) বাড়ির পাশে খেলতে গিয়ে পা পিছলে ডুবাই পড়ে মৃত্যু হয়েছে। তামিম হোসেন উপজেলার ভাউমান গ্রামের মো. শাহজাহান মিয়ার পুত্র।
জানা যায়, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ভাউমান গ্রামে রোববার ( ১৮ মে) বেলা এগারো টায় অন্যান্য দুই শিশুদের সাথে তামিম হোসেন খেলতে যায়। বেশ কিছু সময় পর তামিমকে না পেয়ে তার মা খুঁজতে থাকে। অবশেষে প্রতিবেশী শিশুরা বলে যে তামিম পানিতে ডুব দিছে। দ্রুত তামিমের মা প্রতিবেশী আব্দুর রহমানের বাড়ি পাশে ডুবাই (গর্তে) স্যান্ডেল দেখতে পায়। অন্যান্যদের সহযোগিতায় তামিমকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির লাশ বাড়িতে পৌছিলে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। শিশুটির মা এবং আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ যেন ভারী হয়ে ওঠে।
তামিম হোসেন ভাউমান-টালাবহ মাদ্রাসাতুল কুরআন ওয়াস সুন্নাহর শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।