
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা রক্ষার দাবিতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ- সংগঠনসমূহের উদ্যোগে সোমবার দুপুরে বিশেষ ক্যাম্পেইন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কালিয়াকৈর বাজার, উপজেলা পরিষদ,পৌরসভা, চন্দ্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন।
বক্তব্যে তিনি বিএনপির প্রস্তাবিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সবশেষে দেশের চলমান সংকট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।