মোঃসেলিম হোসেনঃ-গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর অভিযানে কালিয়াকৈরে উপজেলায় চারটি অবৈধ কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দুইটি কারখানা বন্ধ পাওয়া যায় ও দুইটি কারখানায় অভিযান পরিচালনা করা হয় । উপজেলার স্বাকাশ্বর মুরাদপুর উওরপাড়া এলাকায় সোহাগ হোসেনের রং ফ্যাক্টরিকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ আইন অনুযায়ী ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অপরদিকে উপজেলার লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় নুরুল ইসলামের বোতল কারখানায় কোন বৈধ কাগজ পএ ও প্যাকেজিং, লাইসেন্স , মোড়ক না থাকায়, ভুক্ত অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ওই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কালিয়াকৈর উপজেলায় ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার নাজির আতিকুর রহমান, শ্রীফতলী ভূমি কর্মকর্তা ওয়াজিদ মিয়া, কালিয়াকৈর থানার এস আই হাবিবুর রহমান প্রমুখ।
পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, দুইটি প্রতিষ্ঠানের কোন ছাড়পএ ও বৈধ কাগজ পএ না থাকায় জরিমানা আদায় করা হয়েছে।পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১৯৯৫ সংশোধন ২০১০ এর ব্যবস্থা গ্রহন করবো সেটা জরিমানা হতে পারে, স্থানান্তর হতে পারে, বন্ধ হতে পারে।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দিল আফরোজ জানান, পরিবেশ অধিদপ্তর সহযোগিতায় আমরা চারটি কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করি, দুইটি কারখানা আমরা বন্ধ পাই এবং দুইটি কারখানায় আমরা অভিযান পরিচালনা করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।



										
										
										
										
										
										
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									