মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর জেলার কালিয়াকৈরে সেনাবাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়েছে।
(১৩ এপ্রিল) রবিবার সকালে উপজেলার চন্দ্রা খাড়া জোড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—যশোর জেলার মনিরামপুর উপজেলার আফসার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩), গাইবান্ধা সদর উপজেলার শামসুল আলমের ছেলে শামীম হোসেন (২৫) এবং একজন অজ্ঞাতপরিচয় নারী।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল চন্দ্রা খাড়া জোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটককৃতদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের আহমদ বলেন
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



										
										
										
										
										
										
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									