
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুতফর রহমান,উপজেলা শিক্ষা অফিসরার আব্দুল মতিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান, ওসি (তদন্ত) মো: জাফর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান মিন্টু,শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আব্দুস সালাম প্রমূখ। সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, যৌতুক, নারীনির্যাতন, যৌন হয়রানী, খাদ্যে ভেজাল রোধ,অবৈধ গ্যাস সংযোগ, চাঁদাবাজি ও মিলকারখানায় শ্রম অসন্তোষসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।