
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর চৌরাস্তা এলাকার সাহেবাবাদ আঞ্চলিক সড়কের পাশে থেকে বুধবার সকালে অজ্ঞাত ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বুধবার সকালে সাতটার দিকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানার পুলিশ। তবে নিহতের পরিচয় সনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এসময় নিহতের পড়নে ছিল কালো সার্ট ও নীল চেক লুঙ্গি। মরদেহ টির পায়ের একাংশ শেয়ালে খাওয়া বলে এলাকাবাসীর ধারনা । মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান কালিয়াকৈর থানার উপপরিদর্শক আজিজুল ইসলাম। তিনি আরো জানান রাতের যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। এখনও পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে