জয়পাড়া কলেজ ,দোহার, ঢাকা।।
১৩ অক্টোবর ২০২৫।।
“শিক্ষকের প্রতি এমন আচরণ আমাদের সমাজের নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করে” — চোখেমুখে ক্ষোভ আর বেদনার প্রতিচ্ছবি নিয়ে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পাড়া কলেজের সম্মানিত শিক্ষক বৃন্দ ও কর্মচারীরা ক্লাস বর্জনের কর্মসূচিকে সফল করতে উদ্যোগ গ্রহণ করেছেন।
সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে আন্দোলনরত অবস্থায় রাজধানীতে শিক্ষক নেতৃবৃন্দের ওপর পুলিশি লাঠিচার্জ হয়। ঘটনাটি শুধু একটি সহিংসতা নয়, বরং তা গোটা শিক্ষাব্যবস্থার প্রতি অবহেলা এবং শিক্ষকদের আত্মমর্যাদার ওপর সরাসরি আঘাত করা হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জয়পাড়া কলেজের শিক্ষকবৃন্দ আজ দেশব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করেছেন।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি, করিডোরে নীরবতা এবং শিক্ষকদের চোখেমুখে ক্ষোভের ছাপ—সব মিলিয়ে আজ জয়পাড়া কলেজ যেন এক শোকাবহ প্রতিবাদের মঞ্চ।
জয়পাড়া কলেজের একজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন, “আমরা চক দিয়ে জাতি গড়ি, কিন্তু আজ সেই হাতেই পড়েছে হাতকড়া ,পিঠে ও শরীরে পড়েছে লাঠি। এটা শুধু আমাদের অপমান নয়, এটা গোটা জাতির লজ্জা।কোনো সভ্য সমাজে এমন বিবেকবর্জিত আচরণ কল্পনাও করা যায় না।”
শিক্ষার্থীরাও এই অবস্থায় মর্মাহত।
কলেজের একজন এইচএসসি শিক্ষার্থী বলে,“আমরা আমাদের শিক্ষকদের শ্রদ্ধা করি। যারা আমাদের মানুষ হতে শেখান, তাদের এভাবে লাঞ্ছিত হতে দেখাটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।”
শিক্ষকবৃন্দ জানিয়েছেন, যতক্ষণ না সরকারের পক্ষ থেকে যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষক সমাজের মর্যাদা ফিরিয়ে আনা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।
আজকের এই ক্লাস বর্জন শুধু একটি কলেজের প্রতিবাদ নয়, এটি দেশের প্রতিটি সচেতন মানুষের আত্মার আর্তনাদ। জয়পাড়া কলেজের এই প্রতিবাদ—শুধু একজন শিক্ষক বা একটি প্রতিষ্ঠানের লড়াই নয়, এটি গোটা শিক্ষক সমাজের আত্মমর্যাদা রক্ষার লড়াই।



										
										
										
										
										
										
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									