———————————————————————-”
মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন দলের এক পক্ষের নেতা–কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ ও বিক্ষোভ করে আসনটিতে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার আকবর হোসেন বাবলুর সমর্থকেরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবিরকে।
বিভিন্ন সূত্রে জানা যায়, এই ঘোষণার পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাবলুর সমর্থকেরা। পরে তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বাবলুর সমর্থকেরা কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, বিএনপির মনোনয়ন তালিকায় দলটির প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪ জন ছেলে ও মেয়ের নাম রয়েছে। প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপির দুর্দিনের কান্ডারি। সেইসাথে ছিলেন বেগম খালেদা জিয়ার সবচেয়ে আস্থাভাজন। অথচ দলের দুর্দিনের কান্ডারি খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলুকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হলো। তারা আরও বলেন, গত পনেরো বছরে এই আসনের বিএনপির অনেকেই যখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের সুবিধাভোগে মত্ত, ওই সময়ে আকবর হোসেন বাবলু বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনসহ মিথ্যা মামলায় গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজপথে ছিলেন। বিএনপির দুর্দিনের কান্ডারি খোন্দকার দেলোয়ার হোসেনের অবদান ও ত্যাগের কথা মূল্যায়ন করে জিন্নাহ কবিরের মনোনয়ন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে খোন্দকার আকবরকে মনোনয়ন দেওয়া হোক।।



