মোহাম্মদ আদনান মামুন, গাজীপুর-
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা মাক্কির মোড়ে চোরাই পথে পাচারের সময় ৮০ বস্তা সারভর্তি একটি পিকআপ আটক করেছে এলাকাবাসী।
শুক্রবার রাতের দিকে স্থানীয়দের সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় সরকারি সার পাচারের সঙ্গে নিজমাওনা বাজারের সার ডিলার আফির উদ্দিন ও জসিম উদ্দিনসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরে স্থানীয়দের সহায়তায় আটক করা সারভর্তি পিকআপটি মাওনা পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সরকারি সার পাচার চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মানুষজন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক জানান, আটক গাড়ি ও সার জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



