মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে মুরগি দোকানের কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত নিমন নামে (১৭ ) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে
কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা সরকার বাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার ভান্ডাখুলা গ্রামের মোবারক মোড়লের ছেলে আকবর মিয়া (১৯) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমন ও আকবর দুজনেই কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকার মিণ্টু মিয়ার পোল্ট্রি দোকানের কর্মচারী ছিল। বৃহস্পতিবার সকালে দুজনের মধ্যে বাক বিতন্ডা হয়। একপর্যায়ে লিমন ক্ষিপ্ত হয়ে মুরগি জবাই করার ছুরি দিয়ে আকবরকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আব্দুল মান্নান জানান, দোকানের অভ্যন্তরীণ বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



										
										
										
										
										
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									