মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের আওতাধীন বনভূমি উদ্ধারে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।
শনিবার দুপুরে (১৩ সেপ্টেম্বর) চান্দরা মৌজায় অবস্থিত এপেক্স লেঞ্জারির সামনে রাস্তার দুই পাশের দোকানপাট এবং সরকার বাড়ি রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দোকানপাট ঘরবাড়ি সহ প্রায় ৬৫ টি স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে বন বিভাগ।
স্থানীয় ও বন বিভাগ সূত্র জানাযায় , কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের আওতাধীন চান্দরা মৌজায় অবস্থিত এপেক্স লেঞ্জারির সামনে রাস্তার দুই পাশে এবং সরকার বাড়ি রেললাইন সংলগ্ন এলাকায় ৫ ই আগস্ট ২০২৪ইং এর পর
সংরক্ষিত বনভূমিতে স্থানীয় অসাধু ব্যক্তিরা পাকা, আধা পাকা বসত ঘর নির্মাণ করে জবরদখল করে রেখেছে। এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযানের মাধ্যমে সংরক্ষিত বনভূমি বিপুল পরিমাণ জমি বনায়নের আয়তায় আনা হয়।
এ সময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশির আল- মামুন, সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী ও শামসুল আরেফিন, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম ,কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, চন্দা বিট কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



										
										
										
										
										
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									
									