রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
ফরিদপুর-৪ আসনে নৌকার মাঝি কাজী জাফর উল্লাহ, ভাংগায় আনন্দ মিছিল
/ ২৩১ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১:১৯ অপরাহ্ন

সুদর্শন চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। রোববার (২৬ নভেম্বর) এই তালিকায় ফরিদপুর-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

এই খবরে ফরিদপুরের ভাংগা উপজেলা ও প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এ সময় নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বলে জানান বাংলাদেশ আওয়ামী লীগ ভাংগা উপজেলা শাখার ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ (সাবেক ভিপি)।

তিনি আরও জানান, ফরিদপুর-৪ আসনে বিগত ১০ বছর ধরে নৌকার লোকজন অবহেলিত ছিল। আসনটি আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত কিন্তু মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) স্বতন্ত্র এমপি ছিলেন দুইবার। তিনি বঙ্গবন্ধুর দৌহিত্রের পরিচয় দিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে এলাকার জনগণ তার ধাপ্পাবাজি আর চাপাবাজি বুঝতে পেরেছেন। এবার তৃণমূল আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের ভুল বুঝতে পেরে তারা দলে দলে কাজী জাফর উল্লাহর কাছে ফুল দিয়ে হাত মিলাচ্ছেন। এবার আমরা ১০০% আশাবাদী নৌকার বিজয় হবে।

তিনি বলেন, নৌকা পাওয়ার খবরে ভাংগা উপজেলার স্বতন্ত্র শিবির থেকে একাধিক নেতা ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এছাড়া আরও বহু নৌকাপ্রেমী ত্যাগী নেতারা দলে দলে মিশতে যোগাযোগ শুরু করে দিয়েছেন। কয়েকজন নেতা তারা কাজী জাফর উল্লাহর হাতে হাত মিলিয়েছেন। এরা হচ্ছেন, সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, হামিরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, মানিকদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত। এতে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছে, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিতরা। তবে জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন, এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছে দলের বিভিন্ন সূত্র।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয় ৩ হাজার ৩৬২টি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০২৪ সালের ০৭ জানুয়ারি সকাল ৮.০০ টা থেকে ৪.০০ টা পর্যন্ত। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ কমল দাস এবং সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর সহ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page